Advertisement

রমজান 2019 || এই তথ্যটি সকলকেই জানতে হবে | Powerful Islamic Educational Video About Roza | Roja

রমজান 2019 || এই তথ্যটি সকলকেই জানতে হবে | Powerful Islamic Educational Video About Roza | Roja Subject : রমজান 2019 । এই তথ্যটি সকলকেই জানতে হবে |
#Powerful Islamic #Educational Video About Roza / #Roja .

Roja 2019
2019 Roja special Video
Best Islamic Educational Video About roja.
Islamic Educational Video About Roza.

রোজা 2019
2019 রোজার গজল

.................................................................................


Video Details....

আজকের ভিডিও তে সফরের অবস্থায় যে সিয়ামবা রোজা না রাখলেও পাপ হবে না , বরং নেকি হবে, এই বিষয়ে খুবই সুন্দর একটি ধারনা দেওয়া হয়েছে ।
অতএব বর্তমানের সফল বা ভ্রমণ কারী মুসলিম দের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও।

এই ভিডিওটি আলোচনা করতে গিয়ে যে হাদিসগুলি তুলে ধরা হয়েছে তা হলে....

আনাস রদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আমরা সফরে ছিলাম। আমাদের কেউ সওম পালন করেছেন, আবার কেউ ছেড়ে দিয়েছেন। এরপর প্রচণ্ড গরমের সময়, আমরা এক প্রান্তরে অবতরণ করলাম। চাঁদর বিশিষ্ট লোকেরাই (সেইদিন) আমাদের মধ্যে সর্বাধিক ছায়া লাভ করতে সক্ষম হয়েছিল। আমাদের কেউ কেউ নিজ হাত দ্বারা সূর্যের কিরণ থেকে নিজেকে রক্ষা করছিলেন। অবশেষে রোযা পালনকারীরা ক্লান্ত হয়ে পড়ল, এবং রোযা ত্যাগকারীরা সুস্থ থাকল। এরপর (রোযা ত্যাগকারীরা) তাঁবু খাটালো এবং উটকে পানি পান করালো । তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ সওম পরিত্যাগকারীরা সাওয়াব অর্জন করে নিল (বা নেকি করে নিল)। (ইসলামিক ফাউন্ডেশন ২৪৮৯, ইসলামীক সেন্টার ২৪৮৮)

বুখরী১৯৪৭. আনাস ইবনু মালিক রদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আমরা নাবী সাল্লাল্লাহু আলাইযহি ওয়াসাল্লাম -এর সঙ্গে সফরে যেতাম। রোযাদার ব্যক্তি গায়ের রোযদার কে, এবং গায়ের রোযদার ব্যক্তি রোযাদারকে দোষারোপ করত না। (মুসলিম ১৩/১৫, হাঃ ১১১৮) (আধুনিক প্রকাশনীঃ ১৮০৭, ইসলামিক ফাউন্ডেশনঃ ১৮২০)

১৯৪৮. ইবনু ‘আববাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হতে মক্কা্য় রওয়ানা হলেন। তখন তিনি সওম পালন করছিলেন। ‘উসফানে পৌঁছার পর তিনি পানি আনার জন্য আদেশ করলেন। অতঃপর তিনি লোকদেরকে দেখানোর জন্য পানি হাতের উপর উঁচু করে ধরে সওম ভঙ্গ করলেন এবং এ অবস্থায় মক্কা্য় পৌঁছলেন। এ ছিল রমাযান মাসে। তাই ইবনু ‘আববাস রদ্বিয়াল্লাহু আনহু বলতেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (সফরে) সওম পালন করেছেন এবং সওম ভঙ্গ করেছেন। যার ইচ্ছা সওম পালন করতে পারে আর যার ইচ্ছা সওম ভঙ্গ করতে পারে। (১৯৪৪) (আধুনিক প্রকাশনীঃ ১৮০৮, ইসলামিক ফাউন্ডেশনঃ ১৮২১


🌷🕋 THANK YOU FOR WATCHING 🕋🌹

রোযা না রাখার শাস্তি,রোজা না রাখার শাস্তি,রমজান 2019,রোজার গুরুত্ব ও ফজিলত,Best Islamic Educational Video About Roza,Roja Islamic Educational Video,roja Video,Islamic Educational Video,Roza 2019,rojar fajilat,রোজার করণীয় ও বর্জনীয়,

Post a Comment

0 Comments